‘সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াব’

আমোদ প্রতিনিধি।
কুমিল্লার দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, সকলে যার যার ধর্ম নির্ভয়ে পালন করবেন। এদেশ অসা¤প্রদায়িক চেতনার দেশ, কিন্তু কিছু লোক পূজা আসলে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে। আমরা সকলে মিলে এই সা¤প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াব। উপজেলার রাজামেহার, ধামতী ও ভানী ইউনিয়নের বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি হিন্দু স¤প্রদায়ের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের হাতে নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার অসা¤প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। কিন্তু একটি স্বার্থান্বেষী, সুবিধাবাদী ও ধর্মান্ধ গোষ্ঠী বিশ্ববাসীর কাছে সরকারের এ অর্জনকে কুলষিত করতে তৎপর রয়েছে। এ বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ সময় ভানী ইউপি চেয়ারম্যান হাজী মো. জালাল উদ্দিন ভূঁইয়া, রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ভানী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. হানিফ খাঁন, আজহারুল ইসলাম ভূঁইয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা এবং পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।