অফিস রিপোর্টার।।
আইনশৃঙ্খলা রক্ষা অপরাধ নিয়ন্ত্রণে অবদানের স্বীকৃতি স্বরূপ মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা জুলাই মাসে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি'র সম্মাননা লাভ করেছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) সিলেট রেঞ্জের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি মোঃ মুশফেকুর রহমান সহিদ উল্ল্যার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা তুলে দেন।
মামলা নিষ্পত্তি, মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য উদ্ধারসহ থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য মাধবপুর থানার ওসি
মোহাম্মদ সহিদ উল্যাকে এ সম্মাননা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য- গত ৩০ জুন মোহাম্মদ সহিদ উল্ল্যা মাধবপুর থানায় ওসি হিসাবে যোগদান করেন।এর আগে ঢাকায় পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন তিনি।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় সহিদ উল্ল্যা বলেন,' পুরস্কার বা সম্মাননা কাজের স্বীকৃতি যা আরো অধিকদায়িত্বশীল হতে প্রেরণা যোগায়। '
তিনি অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com