প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ভারত সীমান্তবর্তী মাদক প্রবণ এলাকা। ওই এলাকায় মাদক বিরোধী শপথ করেছেন ৫ শতাধিক শিক্ষার্থী। এতে শপথের আগে মাদক প্রতিরোধী বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজে সেরনেটি বুড়িচং-ব্রাহ্মণপাড়া ও গোমেতি সংবাদ এই আয়োজন করে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে কলেজ মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেন ১০জন শিক্ষার্থী। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তাসনিম আক্তার, জীবন মিয়া ও ফারজানা আক্তার জেরিন।
অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন সরণের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন,গোমেতি সংবাদ সম্পাদক মোবারক হোসেন, কুমিল্লা আইডিয়াল কলেজ অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, এখন টেলিভিশন কুমিল্লার ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ,শিক্ষানুরাগী তবিবুর রহমান জীবন ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ব্রাক্ষণপাড়া সীমান্তবর্তী এলাকা। মাদক নিয়ে প্রতিদিন সংবাদ হয়। এ কলেজের ভালো ফলে এলাকার মাদকের বদনাম কিছুটা ঘুচিয়েছে। নতুন প্রজন্ম মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা চাই নতুন বাংলাদেশ। মাদকমুক্ত বাংলাদেশ।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com