সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নেমে এসেছে : বিজিবি সেক্টর কমান্ডর
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
দুই দেশের সম্পর্ক উন্নয়নের কারণে সীমান্ত হত্যা এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। সীমান্ত আইন জটিলতায় বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ সহসাই শুরু হবে বলে জানিয়েছেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. শরীফুল ইসলাম মেরাজ।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে বিজিবি দিবস-২০২৩ উপলক্ষে বিজিবি ও বিএসএফের যৌথ রিট্রিট সিরিমনিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার একথা জানান। বিজিবি দিবস উপলক্ষে বিজিবির ৬০ ব্যাটালিয়ন এই সিরিমনির আয়োজন করে। সিরিমনিতে দুই বাহিনী যৌথ প্যারেডের মাধ্যমে জাতীয় পতাকা নামানো হয়। পরে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ফুল ও শুভেচ্ছা উপহার দেয়া হয়। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে শুভেচ্ছা উপহার দেয়া হয়। এসময় সেক্টর কমান্ডার কর্নেল শরীফুল ইসলাম মেরাজ বলেন, সীমান্ত আইন জটিলতায় প্রায় তিন বছর ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই শুরু হবে। ইমিগ্রেশন ভবনের কাজ শুরুর বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে। অচিরেই এ বিষয়ে আমরা সিদ্ধান্ত পেয়ে যাবো। নির্বাচনের পরপরই হয়তো এটার কাজ শুরু হয়ে যাবে। বাংলাদেশ এবং ভারত বন্ধু রাষ্ট্র। দুই দেশের মধ্যকার ভ্রাতৃপ্রতীম সম্পর্ক উন্নয়নের ফলে এখন সীমান্ত হত্যা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এক সময় সীমান্ত হত্যা বন্ধ হয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি।
বিজিবি-বিএসএফ’র রিট্রিট সিরিমনি অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন এবং বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিক হাসান উল্লাহ এবং বিএসএফের ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্্যাণ্ট কে. সিং নেগীসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।