কুমিল্লা জেলা আইসিটি ফোরামের নতুন কমিটি
কুমিল্লা জেলা আইসিটি ফোরামের আয়োজনে কুমিল্লা আইডিয়াল কলেজে অডিটোরিয়ামে নতুন কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভাও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম। কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ জালাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,আমাদের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের সাথে প্রযুক্তিতেও স্মার্ট করতে চাই।
সুন্দর সমাজ গঠনে প্রযুক্তির সঠিক ব্যবহার ও চর্চার বিকল্প নেই। আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি সমৃদ্ধ সে, যার কাছে বেশি তথ্য রয়েছে ও যে বেশি প্রযুক্তির সঠিক ব্যবহার জানে।
কুমিল্লা জেলা আইসিটি ফোরামের বিদায়ী সাধারণ সম্পাদক ও বাজগড্ডা রাবেয়া মেমোরিয়েল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আজিম খান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আইসিটি ফোরামের বিদায়ী সভাপতি ও দুলালপুর সুরুজ মিয়া এন্ড খাতুন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন।
সভায় কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলামের উপস্থিত সবার মতামতের আলোকে আগামী দুই বছরের কমিটি ঘোষণা হয়। এতে সভাপতি মনোনীত হন লাঙলকোট উপজেলার ঝিকটিয়া ইছহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মনেনীত হন বুড়িচং উপজেলার ভরাসার উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. কবির খান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মনোনীত হন তিতাস উপজেলার বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোহাম্মদ শাহজাহান শুভ।
অনষ্ঠানে কুমিল্লা জেলা আইসিটি ফোরামের সাথে সম্পৃক্ত আশিজনের অধিক জেলাৃ অ্যাম্বাসেডর শিক্ষক সভায় অংশগ্রহণ করেন।-প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com