প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৬:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২৩, ১:৫২ অপরাহ্ণ
সুবিল বিসমিল্লাহ এতিম সংস্থার উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার।
দেবিদ্বারের সুবিল বিসমিল্লাহ এতিম সংস্থার উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সুবিল নোয়াপাড়া মহিলা নূরানী ও হাফেজা মাদরাসা ও এতিমখানার মাঠে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় অতিথি মন্ডলীর হাতে শুভেচ্ছা স্মারক, স্টিকার ও সংগঠনের সদস্যদের মাঝে জার্সি বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর প্রবাসী মো কামাল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন হারুন মিয়া, ওয়াসেক মাস্টার, মো মোঙ্গল মিয়া, বিশিস্ট ব্যবসায়ী মানিক মিয়া।
মাওলানা মোফাজ্জল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি মন্ডলী বক্তব্য রাখেন।
সংগঠনের সভাপতি আবদুর রহমান বলেন, 'এতিমের পাশে দাঁড়াতে আমাদের এই সংগঠন। আজ আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কিছু মানুষের হাতে সহায়তা তুলে দিতে। ভবিষ্যতেও আমাদের এই অনুদান চলমান থাকবে'।
বিশেষ অতিথি মো কামাল হোসেন বলেন, 'অল্প অল্প সহায়তা বিশাল অঙ্কে পরিণিত হয়। দশে মিলে অল্প অল্প সহায়তার মাধ্যমে আমরা এগিয়ে যাবো'৷
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com