প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৬:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৪, ৫:৪০ অপরাহ্ণ
সুরছন্দ সঙ্গীত পরিষদের নতুন কমিটি
কুমিল্লার সঙ্গীতাঙ্গনের সুপরিচিত সংগঠন - সুরছন্দ সঙ্গীত পরিষদের (২০২৫-২০২৬) কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
২১ সদস্যের এ কমিটির সভাপতি হয়েছেন বিশিষ্ট তবলচী অভিজিৎ সিনহা মিঠু, সাধারণ সম্পাদক হয়েছেন সঙ্গীতশিল্পী মোঃ শাহ আলম। সহ-সভাপতি হয়েছেন ৯ জন। তারা হলেন প্রবীণ সঙ্গীতশিল্পী প্রেমাশীষ চৌধুরী বাদল, খিজির হায়াত খান টিপু, মোঃ নুরুল আমিন নুরু, মোঃ সফিকুর রহমান, রতন কুমার আচার্যা, মোঃ জহির, সৈয়দা আফরোজা সুলতানা মিলি, এডভোকেট নাজনীন আক্তার কাজল ও জুঁই চক্রবর্তী। সহ- সাধারণ সম্পাদক হয়েছেন অনির্বাণ রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক তপন চন্দ্র দাস, সহ- সাংগঠনিক সম্পাদক পুষ্পিতা বনিক মৌ, অর্থ সম্পাদক রঞ্জন কুমার পাল, সহ- অর্থ সম্পাদক বিকাশ পাত্র, সঙ্গীত বিষয়ক প্রশিক্ষক চিন্ময়ী আচার্যা, সহ- সঙ্গীত বিষয়ক প্রশিক্ষক বাঁধন দেব, নৃত্য সম্পাদক পপি সূত্রধর, প্রচার ও যোগাযোগ সম্পাদক অনুপ সেন গুপ্ত ও দপ্তর সম্পাদক হয়েছেন সাকিব কাউসার রহমান।
এছাড়াও এ কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন ডা. ইকবাল আনোয়ার, ডা. হারুন - অর- রশিদ, অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য্য, শাহজাহান চৌধুরী, ডা. ভূদেব মজুমদার, ডা. কবিতা সাহা, সালাউদ্দিন আহমেদ মিন্টু, মিতা পাল ও নিতাই রঞ্জন আচার্য্য।-প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com