প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ৩:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ণ
‘সুশাসন নিশ্চিতে সরকারি কর্মকর্তাদের আন্তরিক হতে হবে’
অবহিতকরণ সভায় বক্তারা
প্রতিবেদক।।
জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে সুশাসন নিমিত্ত অংশজনদের অংশগ্রহণে ২০২৪-২০২৫ অর্থবছরের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মহানগরের অশোকতলায় জেলা তথ্য অফিসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, জাতীয় মহিলা সংস্থা, কুমিল্লা জেলা কর্মকর্তা তানিয়া আক্তার, খাদ্য পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রতিনিধি মোঃ ইকবাল সরকার, ক্যাব কুমিল্লার সাধারণ সম্পাদক কাজী মাসউদ আলম, পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কাজী এনায়েত উল্লাহ মাহতাব,দিয়া' র নির্বাহী পরিচালক মোঃ আবুল কাশেম প্রমুখ।
সভার শুরুতে সিনিয়র তথ্য অফিসার মোঃ নূরুল হক জেলা তথ্য অফিসের ২০২৪-২০২৫ অর্থবছরের কার্যক্রম উপস্থাপন করেন। তিনি চলমান কার্যক্রমের পাশাপাশি বিগত দিনে এ কার্যালয়ের কার্যক্রমের ধারাবাহিকতা বিশদভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, জেলা তথ্য অফিসের প্রধান কাজ সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা এবং তা মিডিয়ার মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা। এছাড়াও সরকারি নির্দেশে গণসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও মাইকং এর ব্যবস্থা করা।
সংশ্লিষ্ট বিষয়ে বক্তারা বিশদ আলোচনা করেন। তারা বলেন, সুশাসন নিশ্চিতে সরকারি কর্মকর্তা - কর্মচারীদের আন্তরিক হতে হবে। সাংবাদিকদের তথ্য পাওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের সহানুভূতিশীল ও সার্বিক সহযোগিতার মনোবৃত্তি ধারণ করতে হবে। দুর্নীতিমুক্ত থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com