`সুস্থ সংস্কৃতি চর্চাই গড়ে তোলে সভ্যতা’

সংস্কৃতি সংসদের মূল্যায়ন সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা 
inside post
 প্রতিবেদক।।
সুস্থ সংস্কৃতি চর্চাই গড়ে তোলে মানবিক সভ্যতা – এ শ্লোগানকে ধারণ করে গতকাল সংস্কৃতি সংসদের উদ্যোগে ‘ মূল্যায়ন সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা ‘ শীর্ষক এক প্রাণবন্ত অনুষ্ঠান হয়েছে। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।
উনিশ শ একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দু হাজার চব্বিশ এর গণবিপ্লবসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
একাত্তরের পটভূমিতে নির্মিত একটি নাটকের একটি দৃশ্যের সংলাপ অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করেন প্রবীণ নাট্যশিল্পী গৌরী দে।
মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মোতাহার হোসেন মাহবুব।
স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সংস্কৃতি সংসদের প্রধান উপদেষ্টা ড. শাহ মোঃ সেলিম, সহ-সভাপতি ইঞ্জিয়ার মোখলেছুর রহমান, অতিথি কবি জে এন লিলি, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েয় প্রধান শিক্ষক রাশেদা আক্তার, জোড়া শালিকের স্বত্বাধিকারী হালিম আবদুল্লাহ, ইঞ্জিনিয়ার আলেক হোসেন জুয়েল, সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সুমন, সদস্য হালিমা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, কুমিল্লার সাহিত্য – সংস্কৃতি অঙ্গনের দীর্ঘদিনের সুনাম অক্ষুণ্ণ রাখতে দলমত নির্বিশেষে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সাংস্কৃতিক সকল সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। সভাপতিত্ব করেন  সংগঠনের সভাপতি আবুল কাশেম।
কবিতা আবৃত্তি করেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার ও সরদার হুমায়ূন কবির।
সঙ্গীত পরিবেশন করেন শাহ মোঃ সেলিম, জে এন লিলি, শিল্পী শান্তা সাহা, মোতাহার হোসেন মাহবুব ও রাধারানী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল সংস্কৃতি সংসদের সভাপতি আবুল কাশেমের ৬৭তম জন্মদিন উপলক্ষে কেক কাটা।
আরো পড়ুন