 
    
     প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ৬:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২০, ১০:৪২ অপরাহ্ণ
 সেইতো ছিলাম ভালো — ফয়জুস সালেহীন  
  
    
    
    
সেইতো ছিলাম ভালো,যখন ছিলাম টলটলে বর্ণহীন জল।
বয়ে গেলেই ঝিরি হাওয়া
আশ্চর্য্য এক উথাল-পাথাল বুকের ভেতর!
প্রবাহিত হতো বাঁধভাঙা চকমকি উচ্ছ্বাসের ঢেউ।
রৌদ্রকরোজ্জ্বল দিনগুলোতে সারা দিনমান ঠোঁটের কোণে
ক্লান্তিহীন লেপ্টে থাকতো রূপালী হাসির ঝিলিক।
কুটুম্ব বৃষ্টির আগমনে সর্বাঙ্গে অনুভূত হতো
কি এক অদ্ভুত সখ্যতার বুদ্বুদ!
আর মধুময় সেইসব কোজাগরী রাতে
চোখে চোখ রেখে কতো অবলীলায় পান করতাম জোছনার নীল সুরা!
আচমকা একদিন আগন্তুক এক ভালোবাসার হিমবাহের প্রভাবে
আমার আর জল হয়ে থাকা হলো কৈ?
জমতে জমতে নিজের অজান্তে কখন যে
পরিণত হয়েছিলাম স্ফটিকাকার বরফে!
অথচ একদিন ঠিকই ফুরালো ভালোবাসার সেই হিমবাহ!
প্রভাব বিস্তার করলো উড়ে এসে জুড়ে বসা বিরহী উত্তাপ
যার কাছ থেকে কি-না আয়ত্ত করেছি বায়বীয় কৌশল।
তাই জল না হয়ে, হয়েছিলাম অভিমানী বাষ্প।
বাষ্প হয়ে তাই কল্কের পিঙ্গল ধোঁয়ার মতোন শূন্যতায় গিয়েছি উড়ে
টলটলে বর্ণহীন জলের জীবন থেকে অনেক অনেক দূরে।
 
    
    
         
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
        
        
             www.amodbd.com