প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১১:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৪, ১০:২৭ অপরাহ্ণ
সেই যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ
প্রতিনিধি।।
একাই নিজ নামে দশটি বিদ্যালয়ের টেন্ডার নিয়ে নেয়ার অভিযোগে কুমিল্লার বুড়িচং উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
১৯ অক্টোবর শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, উপজেলা যুবদলের সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে আপনি সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করেছেন বলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচার হয়েছে।
এমতাবস্থায় সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৩ অক্টোবরের মধ্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হলো।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ নোটিশ প্রেরণ করা হয়েছে বলে জানান।
উল্লেখ্য, কুমিল্লার বুড়িচং উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন ক্ষমতার প্রভাব খাটিয়ে নিলামের ১০ ভবনের টেন্ডার একাই নিজ নামে করে নেয়ার অভিযোগ উঠেছে।
এছাড়াও ওই নিলামে অংশগ্রহণ করতে আসা কিছু সংখ্যক ঠিকাদারকে উপজেলায় প্রবেশ করতে দেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে।
এ বিষয়ে জাতীয় ও স্থানীয় একাধিক গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com