কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দল বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে রোভার স্কাউট প্রশিক্ষণ গাজীপুরের অনুষ্ঠিত সুবর্ণজয়ন্তী রোভার মুটের অংশকারীদের সনদ প্রদান ইফতার অনুষ্ঠান কুমিল্লা আইডিয়াল কলেজে অনুষ্ঠিত হয়।
কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক ও রোভার স্কাউট লিডার অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার ও কুমিল্লা জেলা রোভারের সাবেক সম্পাদক অধ্যাপক মো. আবু তাহের, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের ট্রেজারার মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তারা কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দল সুবর্ণজয়ন্তী রোভার মুটে সেরাদের সেরা হওয়ায় অভিনন্দন জানিয়ে বলেন -স্কাউটিং শিক্ষা সেবা প্রশিক্ষণমূলক আন্দোলন। এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে মানবিক মানুষ হওয়া যায়। লেখা পড়ার পাশাপাশি
সহ শিক্ষা হিসেবে স্কাউটিং নিজের আত্মমর্যাদার রক্ষার কৌশল শেখায়।
কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সিনিয়র রোভার মেট ও
কুমিল্লা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি শাহরিয়ার রহমান ইমনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখছেন কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলে সাবেক সিনিয়র রোভার মেট ও বর্তমানে সহকারী রোভার স্কাউট লিডার তৌহিদুল ইসলাম।
অনুভূতি প্রকাশ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গার্ল ইন সিনিয়র রোভার মেট নাছরিন আক্তার।
এসময়র উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট তোফাজ্জল হোসেন, সাবেক রোভার মেট রাশেদুল ইসলাম, রোভার মেট শারমিন মেঘলা, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সাবেক সিনিয়র রোভার মেট ওমর সালেহ তাসরিফ, সোনার বাংলা কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট তোছিন আল জাকি,
রোভার মেট বাধন,আবু তাহের, কাউসার, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের গার্ল ইন রোভার মেট সাইয়েদা ও পুষ্পিতা প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com