কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের মো. বাঁধন নবাগত সিনিয়র রোভার মেট মনোনীত
প্রত্যেক জিনিসের উজ্জ্বল দিক দেখবে, অন্ধকারের দিকে তাকবেনা। ব্যাডেন পাওয়লের এই বাণীকে সামনে রেখে কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের বিশেষ ক্রু মিটিং ও নবাগত সিনিয়র রোভার মেট মনোনয়ন উপলক্ষ্যে আলোচনা সভা কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে আলেচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের সহকারি রোভার স্কাউট লিডার ওমর সালেহ তাসরিফ উডব্যাজার, সহকারী রোভার স্কাউট লিডার শাহরিয়ার রহমান ইমন, কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের বিদায়ী সিনিয়র রোভার মেট নূর মাহিন, বর্তমান গার্ল ইন সিনিয়র রোভার মেট খাদিজা ইয়াছমিন নেয়ামা, সাবেক রোভার মেট আনিছুর রহমান জয়, কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের মনোনীত সিনিয়র রোভার মেট মো. বাঁধন, মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট ত্বসিন আল জাকি,কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের রোভার মেট শাহাদাত হেসেন সাজিদ।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, স্কাউটিং হলো শিক্ষা প্রশিক্ষণমূলক আন্দোলন। স্কাউটিং চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এটি শিশু—কিশোরদের মধ্যে নৈতিকতা,শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দলগত কাজ, আত্মনির্ভরতা এবং মানবসেবার মানসিকতা তৈরি করতে সাহায্য করে। কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের দুই দিনব্যাপী বার্ষিক গ্রুপ ক্যাম্প কুমিল্লা জেলার বিভিন্ন কলেজ থেকে শতাধিক রোভার ও গার্ল ইন রোভার অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের রোভার মেট সাদমান সাবাব, রোভার আজনান সামিউল রাজিন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট গ্রুপে সিনিয়র রোভার মেট মোহাম্মদ ইসমাইল হোছাইন তারেক, রোভার তাজওয়ার মুসায়ের তাশফিন, সজিবুল হাসান ,গার্ল ইন রোভার মুমাইয়া খাতুন।-প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com