কুমিল্লা আইডিয়াল কলেজে ৬৭ তম জোটা ২৮ তম জোটি অনুষ্ঠিত
কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপ ও কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের যৌথ আয়োজনে ৬৭ তম জাম্বুরি অন দ্যা এয়ার (জোটা) ও ২৮ তম জাম্বুরি অন দ্যা ইন্টারনেট (জোটির) অনুষ্ঠিত হয়। কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের নব—নির্বাচিত লিডার ট্রেইনার প্রতিনিধি ও কুমিল্লা জেলা রোভারের সাবেক সম্পাদক অধ্যাপক মো. আবু তাহের,কুমিল্লা আইডিয়াল কলেজের রোভার স্কাউট লিডার গোলাম মোস্তফা, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের ট্রেজারার মো. দেলোয়ার হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট রোভার নাজমুস সাকিব বিন মোস্তফা।
অনুষ্ঠানে অধ্যাপক মো. আবু তাহের বলেন— স্কাউট আন্দোলন একটি সেবামুলক আন্দোলন। স্কাউটের সাথে সম্পৃক্ত থেকে মানবতার কল্যাণে কাজ করা যায়। স্কাউট জোটা জোটি একটি রোমাঞ্চকর প্রোগ্রাম। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই রোমাঞ্চকর প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয়, এতে করে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার ও কৌশল শেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রভাষক হাসান ভূইয়া, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের রোভার মেট রোভার নুর মাহিন, রোভার সাদমান, রোভার মারুফ, রোভার তাসফির, রোভার নেয়ামা জয়, কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার প্রশান্ত, রোভার সালমান, রোভার তানভীর, রোভার মো. সিফাত প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com