আল-আমিন কিবরিয়া |
গ্রীন ইন্টারন্যাশনাল স্কুল। কুমিল্লার দেবিদ্বার উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার এই স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার হয় পুরস্কার বিতরণ।
স্কুলটির অবস্থান দেবিদ্বার উপজেলা সদর এলাকায়। অনুষ্ঠানে দেখা যায়, স্কুল মাঠজুড়ে সাজ সাজ রব। সামিয়ানা টানানো প্যান্ডেলের ভিতর বাইরে অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলা। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন অতিথিরা। বিতরণ হয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার।
গ্রীন ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান তাজুল ইসলাম পাঠান। আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তিনি। সঞ্চালনায় ছিলেন এ স্কুলেরই প্রধান শিক্ষক ওমর ফারুক সরকার। এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, কুড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজে অধ্যক্ষ মনিরুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম পাঠান, কালেরকণ্ঠের দেবিদ্বার উপজেলা প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, সমকালের দেবিদ্বার উপজেলা প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দেবিদ্বার প্রাইভেট হসপিটাল মালিক সমিতির সাধারণ সম্পাদক ভিপি ময়নাল হোসেন প্রমুখ।
অতিথিরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে সকল কোমলমতি শিশু শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছে ভবিষ্যতে তারা আরো ভালো করবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায়ই একটা শিক্ষার্থীর সহশিক্ষার মেধা জানান দেয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com