উপজেলা রিপোর্টার, চৌদ্দগ্রাম ।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিভিন্ন শ্রেণী ও পেশার তিন সহস্রাধিক মানুষের সম্মানে আল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে ইফতার মাহফিল করেছে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিল গত তিন দশকের মধ্যে ছিল সেরা আয়োজন। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম সামছুদ্দিন। বক্তব্য রাখেন আল খায়ের ফাউন্ডেশনের বাংলাদেশ পরিচালক তারেক মাহমুদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসাণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জোবায়ের হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামাল উদ্দিন ভুঁইয়া, উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর বিএনপির সাবেক আহবায়ক হারুন অর রশীদ মজুমদার, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত গুলজার আলম, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীসহ বিভিন্ন হাফেজিয়া, এতিম খানা, মাদরাসার ছাত্র-শিক্ষক, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ব্যতিক্রর্মী এ আয়োজন প্রশাসনসহ সর্বত্র প্রশংসা কুড়িয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com