অফিস রিপোর্টার।।
স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সশরীরে পরীক্ষা নেয়া শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। রোববার বিভিন্ন বিভাগের পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, রোববার ৮টি বিভাগের ১১টি
সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি চলছে বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষাও।এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞাসহ সাতটি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনাগুলো দেওয়া হয়। নির্দেশনাগুলো হলো-১৩ জুন থেকে
ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে। ক্যাম্পাসে সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রত্যেক ভবনে প্রবেশের পূর্বে সাবান পানি দিয়ে হাত ধুয়ে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর আগে পরীক্ষার হলরুম স্যানিটাইজ করতে হবে।
পরীক্ষার হলে সংরক্ষিত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে শিক্ষার্থীরা হ্যান্ড স্যানিটাইজ করতে হবে। পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের যতদ্রুত সম্ভব ক্যাম্পাস ত্যাগ করতে হবে। ক্যাম্পাসে অযথা আড্ডা ও গণজমায়েত করা যাবে না।
জানা গেছে, করোনা মহামারির কারণে গেল বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও ৬ জুলাই থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
একই বছরের ২০ ডিসেম্বর স্নাতক ও স্নাতকোত্তর শেষ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিভাগের পরীক্ষা নেওয়া শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসময়ে ৩২ টি সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তবে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিক্ষামন্ত্রণালায়ের নির্দেশনা অনুযায়ী চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি পুনরায় সকল ধরনের পরীক্ষা কার্যক্রম বন্ধ করে দেয় কুমিল্লা
বিশ্ববিদ্যালয়। এরপর গত ৩ জুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের একসভায় ১৩ জুন
থেকে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com