স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্যবীমা শীর্ষক মতবিনিময় সভা


কুমিল্লা গোমতী হাসপাতালে স্বাস্থ্য সেবা- স্বাস্থ্যবীমা শীর্ষক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ (শনিবার) বিকালে গোমতী হাসপাতালের মিলনায়তনে মতবিনিময় সভায় মূল আলোচক ছিলেন হাসপাতালের প্রধান নির্বাহী পরিচালক ডা. মো.মুজিবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হাসনাত আনোয়ার উদ্দিন, নিউরোলজি বিশেষজ্ঞ ডা: নাজমুল হাসান, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা: খালিদ হোসেন,কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সহিদ উল্লাহ, সমবায় ব্যাংক কুমিল্লার চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত,ডা: নিলুফা পারভীন, ডা: ইমাম উদ্দিন, কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ আবদুল হান্নান,ডা: ইরফানুল হক মিশু,হাসপাতালের কর্মকর্তা মিয়া মো: তৌফিক, আবু নোমান। ইফতার আয়োজনে চিকিৎসক,সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।– প্রেস বিজ্ঞপ্তি।