প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৯:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১০:১৭ অপরাহ্ণ
স্বেচ্ছাসেবক দল নেতার নারীকে উত্যক্তের ভিডিও আলোচনায়
নারী নির্যাতনের মামলা
প্রতিনিধি।
কুমিল্লা মুরাদনগর উপজেলার এক নারীকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল মোল্লার বিরুদ্ধে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করা হয়। এদিকে জয়নাল মোল্লা বিভিন্ন সময় ওই নারীকে উত্যক্ত করতো এমন কিছু ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। ভিডিওতে দেখা যায় জয়নাল মোল্লা লুঙ্গি ও পাঞ্জাবি পরিহিত। তাকে দেখে দরজা বন্ধ করে দেয় শান্তার পরিবারের লোকজন৷ ফোনে উত্ত্যক্তের অডিও ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী নারী মুরাদনগর উপজেলার হাটাশ গ্রামের বাসিন্দা। অভিযুক্ত জয়নাল মোল্লা একই গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ৩ নম্বর আদালতে মামলা দায়ের করা হয়। বিচারক মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক মজিবুর রহমান।
মামলার অভিযোগে জানানো হয়, ভুক্তভোগী নারী গত দুই বছর যাবত তাঁর বাবার বাড়ি মুরাদনগরে থাকেন। গেলো দুই তিন মাস যাবত একটি পার্লার দিয়ে তিনি ব্যস্ত সময় পার করছিলেন।
এদিকে জয়নাল মোল্লা বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাব দেয়।
গেলো ১৩ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে জয়নাল মোল্লা শোবার রুমে প্রবেশ করে নারীকে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে আহত হন। এ সময় তার মা এসে পড়লে জয়নাল মোল্লা পালিয়ে যান।
এ ঘটনায় ওই নারী ১৭ সেপ্টেম্বর আদালতে জয়নাল মোল্লাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
অভিযোগের বিষয়ে জয়নাল মোল্লা বলেন, তিনি দলীয় কোন্দলের শিকার। এমন ঘটনার সাথে তিনি সম্পৃক্ত না।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com