রোভার স্কাউট গ্রুপ কমডেকায় অংশগ্রহণকারীদের সনদ
কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপ সিরাজগঞ্জে অনুষ্ঠিত ৭ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকায়) অংশগ্রহনকারী রোভারদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা সভাপতিত্বে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদকও কলেজ অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বিশেষ অতিথি ছিলেন ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন।
সহকারি রোভার স্কাউট ইউনিট লিডার প্রভাষক মো: হাসান ভূইয়ার পরিচালায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন রসায়ন বিভাগের প্রভাষক জাবেদ হোসেন, সিনিয়র রোভার মেট মো. আতাউর রহমান নাবিল।
অনুষ্ঠানে বক্তরা বলেন, কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপ জাতীয় কমডেকায় অশংগ্রহণ করাই গৌরবের। বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য শিক্ষার্থীদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দিয়ে, সেবা দেওয়ার মানসিকতা সম্পূর্ণ করে দেশপ্রেমিক ও স্মার্ট নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন এগিয়ে যাচ্ছে।
এবারে কমডেকায় কুমিল্লা আইডিয়াল কলেজ স্কাউট গ্রুপের রোভারা সমাজ উন্নয়নমূলক কাজের মাধ্যমে স্থানীয় জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে স্কাউটদের ভূমিকা সম্পর্কে সচেতনতার কর্মসূচি পাশপাশি রোভারদের স্বাস্থ্য সচেতনতা ও ক্যারিয়ার গাইডেন্স সেমিনারে অংশগ্রহণ করে।
কমডেকায় অংশগ্রহণকারী রোভারা হলেন রোভার ফয়সাল, রোভার অন্তর হাসান, রোভার নাঈম, রোভার সাইমুন ইসলাম, রোভার সম্রার্ট কর্মকার অর্নব, রোভার রিফাত ইসলাম ইমন, রোভার নাঈন উদ্দিন সিয়াম, মো. সিফাত।-প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com