প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৮:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২২, ৮:৪২ অপরাহ্ণ
 সয়াবিনের মূল্য মুছে অতিরিক্ত দামে বিক্রি, জরিমানা 
  
    
    
    
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
বোতলজাত সয়াবিন তেলের গায়ের মূল্য মুছে অতিরিক্ত দামে বিক্রির চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন মুদি দোকানিকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।উপজেলা সদরের খড়মপুরে চালানো অভিযানে এক ফার্মেসিকেও জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারি ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান জানান, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে। এরই অংশ হিসেবে গত ৩ এপ্রিল রোববার আখাউড়া উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার খড়মপুর বাজারে তিনটি মুদি দোকানে বোতলজাত তেলের গায়ের মূল্য মুছে অতিরিক্ত দামে বিক্রয়ের চেষ্টা করায় মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।  এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এক ফার্মেসীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
 
    
    
         
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
        
        
             www.amodbd.com