প্রতিনিধি।
কুমিল্লায় চলন্ত অবস্থায় হঠাৎ থেমে যায় কর্ণফুলী কমিউটার ট্রেন। সাড়ে তিন ঘণ্টা পর নতুন ইঞ্জিন নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে। শনিবার (২২ জুন) বিকাল পৌনে ৪টার দিকে কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলো। সোয়া ৭টার দিকে ট্রেনটি উদ্ধার করা হয়। এসব তথ্য জানিয়েছেন রেলওয়ে কুমিল্লা অঞ্চলের উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার। এদিকে ট্রেনটি আটকা পড়ায় ৩শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।
লিয়াকত আলী মজুমদার জানান, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। এক নম্বর লেনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প লাইনে ট্রেন চলাচল করেছে। উদ্ধারকারী ট্রেনটি এসে সোয়া ৭টায় কাজ শেষ করে। কর্ণফুলী এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে লাকসাম অতিক্রম করেছে। ইঞ্জিনটি লাকসাম জংশনে মেরামতের জন্য রাখা হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com