প্রতিনিধি ।।
কুমিল্লা মহানগরীর ২২ নং ওয়ার্ডের নেছারিয়া হাউজিং সোসাইটির সেক্রেটারি শাহাজানের বিরুদ্ধে সিন্ডিকেট করে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
শাহাজানের অনিয়ম ও দুর্নীতির প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে শনিবার (৯ নভেম্বর) সম্মেলন করেছে ভুক্তভোগী প্লট মালিকেরা।
লিখিত বক্তব্যে প্লট মালিক মোঃ মোতালেব হোসেন বলেন, কচুয়া চৌমুহনী সংলগ্ন
নেছারিয়া হাউজিং সোসাইটির সেক্রেটারি শাহাজান গংরা সিন্ডিকেট করে হাউজিং সোসাইটির নাম ভাঙ্গিয়ে আমাদের প্লট মালিকদের উপর দিনের পর দিন বিভিন্ন অজুহাতে চাঁদা নিয়ে যাচ্ছে। নেছারিয়া হাউজিং সোসাইটির বিদ্যুৎ লাইন, রাস্তা তৈরি, দারোয়ান ফি ও সোসাইটির উন্নয়ন ফি বাবত নিয়মিত চাঁদা দিতে হচ্ছে। এছাড়াও সেক্রেটারি শাহাজান গংরা মসজিদ, মক্তব, মাদরাসা, কবরস্থান, খেলার মাঠের নামে সোসাইটির ৪'শ ৫০ জন প্লট মালিক থেকে প্রতি ২ শতকে সাড়ে ২২ পার্সেন্ট জমিন কর্তন করে নিয়ে যায়। যা ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দৃশ্যমান হয়নি।
কিন্তু শাহাজান নামে বেনামে এই সোসাইটিতে ১৬/১৭ টি প্লট ও ২ টি বাড়ি করেছে। মূলত তার প্লট ও বাড়ি সোসাইটির ৪'শ ৫০ জন থেকে নেয়া পারসেন্ট এর জায়গা। এই সোসাইটির অসংখ্য প্লট মালিকদের এখনো পর্যন্ত সঠিক মালিকানা বুঝিয়ে দিচ্ছে না। অবৈধভাবে নেয়া প্লটগুলোকে বৈধতা দিতে বর্তমানে সেন্ট্রাল ডিট এর নামে নতুন সার্ভে করতে মরিয়া হয়ে উঠেছে শাহাজান গংরা। এছাড়াও বিল্ডিং এর নকশা তৈরি, নির্মাণ কাজ, সাপ্লাই ও ঠিকাদারিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও রয়েছে এই শাহাজান গংদের বিরুদ্ধে।
সোসাইটির সকল সুবিধা বাস্তবায়ন করতে কুমিল্লা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী প্লট মালিকের। পাশাপাশি তাদের এই সিন্ডিকেট থেকে মুক্তি চায় সাধারণ প্লট মালিকেরা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com