প্রতিনিধি:
মাথায় ও হাতে ব্যান্ডেজ লাগিয়ে শান্তির আহবান জানিয়ে যাচ্ছেন এক যুবক। তার বুকে ঝুলানো ফেস্টুনে লেখা-
'তুচ্ছ ঘটনায় হানাহানি খুনোখুনি নয়, আসুন মানুষকে ভালোবাসি'। বৃহস্পতিবার কুমিল্লা নগরীর টাউনহলের সামনে
শান্তির বার্তা প্রচার করা যুবক সাইফুল ইসলাম শান্তিকে দেখা যায়। সাইফুল পঞ্চগড়ের আমলাহার গ্রামের বাসিন্দা আবদুল মজিদের সন্তান। তিনি বিভিন্ন জেলায় গিয়ে এই প্রচারণা করছেন।
সাইফুল জানান, আহত ব্যক্তির মত হয়ে গেছে এ সমাজ ব্যবস্থা। এখন তুচ্ছ ঘটনায় খুনোখুনি বেড়েই চলেছে। মানুষ কেমন যেন হিংস্র ও স্বার্থপর হয়ে যাচ্ছে। সমাজে মূল্যবোধের অবক্ষয় ঘটেই চলেছে।
সাইফুল আরো বলেন, ৫০ টাকার জন্য একজন মানুষ খুন হচ্ছে, ৮০০ টাকার জন্য এক বন্ধু আরেক বন্ধুকে গুলি করে হত্যা করছে, সামান্য বিড়ি বাকিতে না দেওয়ায় দোকাুিনকে হত্যা করা হচ্ছে, অবন্তিকার মত মেধাবী শিক্ষার্থী মানসিক নির্যাতনে মৃত্যুতে আমার হৃদয়ে রক্ত ক্ষরণ হয়। আমি শিহরিত হয়ে উঠি। আমি বাকরুদ্ধ হয়ে যাই।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com