এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
হেফাজতকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলেও বহুতল ভবন থেকে অবতরণের বিকল্প ব্যবস্থা সম্বলিত আধুনিকায়য়নের নকশাও চূড়ান্ত করা হয়েছে। শিঘ্রই শুরু হবে হেফাজতকাণ্ডে ক্ষতিগ্রস্থের সংস্কারসহ আধুনিকায়নের কাজ। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি দৃষ্টিনন্দন ডিজাইনের ভূয়সী প্রশংসা করে দিয়েছেন কাজ বাস্তবায়নে সকল ধরণের সহযোগিতার আশ্বাস।
প্রকাশ,গত ২৮ মার্চ হেফাতের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে দফায় দফায় হামলা ও ভাঙচুর চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। এতে ক্লাবের সম্মুখ অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এরই পাশাপাশি প্রেস ক্লাবের সম্মুখে ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামিকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। এরপরই হামলায় ক্ষতিগ্রস্থ অংশের সংস্কার করার পাশাপাশি ক্লাব আরও আধুনিকায়নের কাজ দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেয় বর্তমান কার্যনির্বাহী কমিটি। সেই লক্ষ্যেই ইতোমধ্যে কাজের নকশা চূড়ান্ত করা হয়েছে। গত ১৩ আগস্ট শুক্রবার সকালে প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পিকে নকশা প্রদর্শন করে কাজের বিষয়ে অবহিত করেন প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। উন্নয়ন কাজ বাস্তবায়নে সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করলে মোকতাদির চৌধুরী দৃষ্টিনন্দন ডিজাইনের ভূয়সী প্রশংসা করেন এবং কাজ বাস্তবায়নে তার সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা তথ্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান কাউসার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও প্রমুখরাও দৃষ্টিনন্দন ডিজাইনের প্রশংসা করে উন্ননে সামিল থাকার আগ্রহ প্রকাশ করেন। এসময় ক্লাব সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু ও সৈয়দ মিজানুর রেজা, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, প্রেস ক্লাব কার্য নির্বাহী পরিষদের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু,পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান, কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক কোষাধ্যক্ষ মো. আশিকুল ইসলাম প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন জানান, বর্তমান কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রেস ক্লাবের আভ্যন্তরীন সাজসজ্জা বৃদ্ধি ও প্রযুক্তিগত সুযোগ-সুবিধা সংযোজনের মাধ্যমে ক্লাবকে আরও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেন। এরই মধ্যে গত মার্চ মাসে হেফাজত তাণ্ডবে প্রেস ক্লাব ভাঙচুরের শিকার হয়। ফলে নিরাপত্তার একটি বিষয়ও সামনে আসে। পূর্বপরিকল্পিত আধুনিকায়ন কাজের পরিকল্পনায় ক্ষতিগ্রস্থ অংশের সংস্কারসহ ক্লাবের সার্বিক নিরাপত্তার বিষয়টি সংযোজন করে প্রস্তাবিত নকশা চূড়ান্ত করা হয়েছে। এতে সাউণ্ড সিষ্টেম, কনফারেন্স টেবিল সংযোজন, মিলনায়তনের আধুনিকায়ন, রিসিপশন-ওয়েটিং, পাঠাগার, আইটি কক্ষসহ গ্লাস পার্টিশনের মাধ্যমে ক্লাব কার্যালয়ের প্রতিটি কক্ষের পুনরায় বিভাজন এবং আধুনিকায়ন করা হবে। মোদ্দাকথা আমরা প্রেস ক্লাব উন্নয়নে একটি মডেল সৃষ্টি করতে চাই। এতে সম্ভাব্য ব্যয় হবে প্রায় ৫০ লাখ টাকা। এজন্যে আমরা সকলের সহযোগিতা প্রত্যাশী। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের প্রথম দফা উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়। হেফাজতের হামলায় ক্লাব ক্ষতিগ্রস্থের পর ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের জাতীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ.বি তাজুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি,পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন সংস্কার কাজের জন্যে আর্থিক সহায়তা প্রদান করেন।