অফিস রিপোর্টার।।
বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মাঠে ভালো খেলেছে। তবে গোল আদায় করতে পারেনি। একাধিক গোলের সুযোগ নষ্ট করেছে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ১-০ গোলে জিতেছে।
মোহামেডানের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। ম্যাচের ৫৮ মিনিটে দ্রুতগতির আক্রমণে মালির ফুটবলার সুলেমান বক্সের সামনে বল পান। ডিফেন্ডার ও গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়ে বল জালে জড়ান। তিনি ম্যান অব দ্য ম্যাচ হন।
শুক্রবার ছুটির দিন। ধর্মসাগর পাড়ের এই মাঠে বাংলাদেশের ক্লাব ফুটবলের দুই বড় দলের খেলা দেখতে স্টেডিয়ামে এসেছিলেন প্রচুর দর্শক। মিনিট পনেরোর মধ্যে ব্যবধান বাড়ানোর সুযোগ মিস করেন সুলেমান। তার নেওয়া পেনাল্টি শট কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ আটকে দেন।
দশ জনের মোহামেডানের ওপর কিংস কয়েক দফা আক্রমণ করেছে। বদলি গোলরক্ষক সাকিব আল হাসানের দক্ষতায় গোল পায়নি বসুন্ধরা কিংস। মোহামেডানের গোলরক্ষক, ডিফেন্ডারদের দৃঢ়তার পাশাপাশি বসুন্ধরার কিংসের ফরোয়ার্ডদেরও ব্যর্থতা রয়েছে।
ম্যাচের ২৫ মিনিটের মধ্যে মোহামেডান দশ জনের দলে পরিণত হয়। উড়ন্ত এক বলে কিংসের ফরোয়ার্ড রাকিব বলের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই মোহামেডানের গোলরক্ষক সুজন এগিয়ে আসেন। দুজনই ব্যথা পেয়ে মাটিতে পড়ে যান। রেফারি সাইমুম সানি সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে মোহামেডানের গোলরক্ষককে সরাসরি লাল কার্ড দেখান।
মোহামেডান ফরোয়ার্ড পজিশনের আরিফকে উঠিয়ে দ্বিতীয় গোলরক্ষক সাকিবকে নামায়। সুজন বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর অবশ্য কিংসের মূল অস্ত্র রাকিবও ব্যথা পেয়ে মাঠ ছাড়েন। কুমিল্লা স্টেডিয়ামের মাঠ এখনো ফুটবল উপযোগী নয়। ফলে ফুটবলাররা আহত হয়েছে মাঝে মধ্যে খেলায় বিরতি পড়েছে বারবার। রেফারি কার্ডও দেখিয়েছেন অনেককে।
মোহামেডান লিগের প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। বসুন্ধরা কিংসের সমান ম্যাচে ৩ পয়েন্ট।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com