আল-আমিন কিবরিয়া |
বদলে গেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরের যানজটের চিত্র। সড়কে ডিভাইডার স্থাপনের পর নেই যানজট। যেখানে ছোট-বড় যানবাহন আটকে থাকত অর্ধঘন্টা থেকে একঘন্টা। সেখানে মুহূর্তের মধ্যে উপজেলা সদর পার হয় যানবাহন।
গত ২১ নভেম্বর বৃহস্পতিবার। দেবিদ্বার পৌরসভার অর্থায়নে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলা সদর অংশে সড়কে ডিভাইডার স্থাপন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ডিভাইডার স্থাপনের পর সড়কে কিছুটা বিশৃঙ্খলা হলেও ১৩ দিনের মধ্যে বদলে গেছে এ চিত্র। দীর্ঘদিনের চিরচেনা যানজট মুক্ত দেবিদ্বার হওয়ায় আনন্দিত উপজেলাবাসীসহ এ সড়ক ব্যবহারকারীরা।
পথচারী আবুল কালাম বলেন, দেবিদ্বার আসলে প্রায় সময় দেখতাম যানজট লেগে আছে। এ যানজট ছড়িয়ে পড়তো কয়েক কিলোমিটার এলাকায়। এখন এ চিত্র নেই।
চালক নায়েব আলী বলেন, ডিভাইডার স্থাপনের আগে সদরে যাত্রী নিয়ে আসতে যানজটে আটকে থাকতে হতো। অনেক কষ্ট হতো। এখন যানজটে আটকে থাকতে হয় না।
সিলেট থেকে আসা চট্টগ্রামগামী দূরপাল্লার এক বাস চালক রফিকুল ইসলাম বলেন, আগেতো ঘন্টার পর ঘন্টা দেবিদ্বার সদরে দাঁড়িয়ে থাকতে হতো। এখন মুহূর্তের মধ্যেই এ অংশ পার হয়ে যেতে পারি। তবে এখনো ছোট যানবাহনের মধ্যে শৃঙ্খলা ফিরেনি। তাদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে আরো ভালো হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহবায়ক কাজী নাছির বলেন, দেবিদ্বারের এ যানজট মানুষের গলায় কাটা বাঁধার অবস্থা ছিল। ডিভাইডার স্থাপনের পর যানজট মুক্ত। আমাদের এই উদ্যোগের সুফল পাচ্ছে এ সড়ক ব্যবহারকারীরা।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, সম্মিলিত প্রচেষ্টা থাকলে সবই সম্ভব। ইতিমধ্যেই এ কার্যক্রম দেবিদ্বারে একটি ইতিবাচক ভূমিকা রেখেছে। রোড ডিভাইডারের পাশাপাশি আমরা সড়কের দুপাশের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com