প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২২, ৩:৪৭ অপরাহ্ণ
১৬০০ গ্রামে ২ কেজি!
আমোদ প্রতিনিধি।।
কুমিল্লায় ১ কেজি ৬০০ গ্রাম ওজনের মুরগিকে ২ কেজি বলে বিক্রির অপরাধে এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর রাজগঞ্জ বাজারে মুরগির দোকানে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, দুই কেজি ওজনের এক মুরগি বিক্রি করেছেন রুবেল ব্রয়লার দোকানের মালিক। আমরা সেই মুরগি পুনরায় পরিমাপের মাধ্যমে যাচাই করে দেখা গেলো এটির ওজন এক কেজি ৬০০ গ্রাম। দুই কেজি মুরগিতে ৪০০ গ্রাম কম। অনিয়ম করায় রাজগঞ্জের রুবেল ব্রয়লার হাউজকে ২০ হাজার টাকা জরিমানা হয়েছে। এ সময় তার দোকানে থাকা পরিমাপক যন্ত্র ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক এ কে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com