প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে দুই কোটি টাকা মূল্যের গার্মেন্টস পণ্য বোঝাই কাভার্ডভ্যান ছিনতাইয়ের ২৪ ঘন্টার মধ্যেই চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ সাহাব উদ্দিন।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে কেছকিমুড়া এলাকা থেকে গার্মেন্টস পণ্যবোঝাই কাভার্ডভ্যান(চট্টমেট্রো-ট-১১-৮০৬৮) অজ্ঞাতনামা দুইটি পিকআপে থাকা ৮-৯ জনের ডাকাতদল বেরিকেড দিয়ে ছিনতাই করে নিয়ে যায়। পরে ডাকাতদল কাভার্ডভ্যানের চালককে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে তাকে মহাসড়কের কালিরবাজার এলাকায় ফেলে যায়। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম কাভার্ডভ্যানে লাগানো জিপিএস লোকেশান ট্র্যাকিং করে চাঁদপুর সদর থানা পুলিশের সহায়তায় হরিনাঘাট এলাকা থেকে পরিত্যক্ত ও অক্ষত অবস্থায় কাভার্ডভ্যানটি উদ্ধার করে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ সাহাব উদ্দিন বলেন, মহাসড়কে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com