অফিস রিপোর্টার।।
২৮টি বেইলি ব্রিজের দুর্ভোগে পড়েছেন কুমিল্লার দাউদকান্দি, মুরাদনগরসহ জেলার ১৬ উপজেলার ৬০ লক্ষাধিক মানুষ। প্রায় সব গুলো ব্রিজই বার্ধক্যে ধুঁকছে। মুরাদনগর থেকে দাউদকান্দি পর্যন্ত ১২কিলোমিটার সড়কে রয়েছে সবচেয়ে বেশি বেইলি ব্রিজ। স্থানীয়রা ব্রিজ গুলোর স্থানে পাকা ব্রিজের দাবি জানিয়েছেন।
সূত্রমতে, মুরাদনগর থেকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত ব্রিজ গুলো হচ্ছে মুরাদনগর সদরে গোমতী নদীর উপর ব্রিজ,চালিয়া কান্দি গ্রামের দুইটি,ভোরার চর,নেয়ামতকান্দি, পাঁচ পুকুরিয়া, জাহাপুর এলাকার ব্রিজ। তার মধ্যে গোমতী নদীর উপর ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল। এটি জোড়াতালি দিয়ে চলছে ১৮ বছর। প্রায়ই ব্রিজের ভাঙা পাটাতনে গাড়ির চাকা আটকে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়ে যাত্রীরা। যান চলাচলে ব্রিজের গোড়ায় প্রায় বিকট শব্দ হচ্ছে। এতে আতংক দিন কাটে চালক ও যাত্রীদের মাঝে। এছাড়া লাকসামের মুদাফরগঞ্জ সড়কের বেইলি ব্রিজটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এদিকে বিভিন্ন উপজেলার চার দশকের পুরাতন বেইলি ব্রিজ গুলো প্রায় ভেঙ্গে সড়ক বন্ধ হয়ে যায়।
মুরাদনগর রুটের সিএনজি অটো রিকশা চালক কালাম মিয়া জানান,ব্রিজ ঝুঁকিপূর্ণ হওয়ায় এই সড়কে যাত্রী কমে গেছে। আমরা ব্রিজের উপর দিয়ে দোয়া কালাম পড়ে চলাচল করি।
স্থানীয় ব্যবসায়ী এন এ মুরাদ বলেন, মুরাদনগর সদরের গোমতী নদীর উপরের বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল। এই স্থানে দ্রুত নতুন ব্রিজ না করলে যে কোন সময় এটি ধসে গিয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা আটটি বেইলি ব্রিজের স্থলে নতুন আরসিসি গার্ডার ব্রিজ চাই।
সওজ কুমিল্লা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রেজা-ই রাব্বি বলেন, কুমিল্লার উত্তরের নয়টি উপজেলায় ২৪টি বেইলি ব্রিজ রয়েছে। কুমিল্লার দক্ষিণের সাতটি উপজেলায় রয়েছে চারটি বেইলি ব্রিজ। মুরাদনগর সদরসহ মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের আটটি বেইলি ব্রিজ বেশ পুরনো হয়ে গেছে। ইলিয়টগঞ্জ-মুরাদনগর সড়কের নেয়ামতকান্দি ব্রিজের সংস্কার শুরু হয়েছে। দাউদকান্দি-গোয়লমথন সড়কের নিশ্চিন্তপুরের বেইলি ব্রিজটি সম্প্রতি সংস্কার করা হয়েছে। সবগুলো বেইলি ব্রিজ স্থায়ী পাকা করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com