প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ভেজাল বিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাফকাত আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাপে তেল কম দেয়ায় মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে পৌরসভার লাকসাম রোডে অবস্থিত অননুমোদিত শীতল আইসক্রিম ফ্যাক্টরিতে ক্ষতিকর রঙ ব্যবহার করে আইসক্রিম তৈরীর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করা হয়।
অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন, বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার ইকবাল আহমেদ, চৌদ্দগ্রাম পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর ইমাম হোসাইন সজিব ও থানার এএসই মো: সোলেমান।
অভিযানকালে মো: সাফকাত আহমেদ বলেন,'পেট্রোল পরিমাপে কম পাওয়ায় ও স্বাস্থ্যের জন ক্ষতিকর রঙ মিশিয়ে আইসক্রিম তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জনস্বার্থে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।'
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com