প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ে নকল সরবরাহে দায়ে ইমরান হোসেন (১৯) নামে এক যুবককে ছয় মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইমরান হোসেন আত্মীয়কে নকল দিতে গেলে পুলিশের সহযোগিতায় তাকে কেন্দ্রের তৃতীয় তলা থেকে আটক করা হয়।
বৃহস্পতিবার ডা. যোবায়েদা হান্নান হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খাঁন এই দ- দেন। এছাড়াও উপজেলার চারটি স্কুল ও মাদরাসা কেন্দ্রে অসুদপায় অবলম্বনের দায়ে ১৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, ইংরেজি দ্বিতীয় পত্র চলাকালে পেড়িয়া ইউনিয়নের ডা. যোবায়েদা হান্নান হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খাঁন। এর আগে কেন্দ্রে ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা শহীদুল ইসলাম হল পরিদর্শনে গেলে ইমরান হোসেন নামে এক ব্যক্তি নকল হাতে নিয়ে তার আত্মীয়কে দিতে গেলে তিনি বিষয়টি টের পেয়ে যান। পুলিশের সহযোগিতায় ইমরানকে কেন্দ্রের তৃতীয় তলা থেকে আটক করা হয়।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পরীক্ষায় অসদুপায়ের দায়ে নাঙ্গলকোট আফসারুল উলূম কামিল মাদ্রাসার ৪ জন, ধাতিশ্বর আহমেদ দেলোয়ারা স্কুল এন্ড কলেজের দুই, জোড্ডা আলিম মাদ্রাসায় পাঁচ ও জোড্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের চার পীরক্ষার্থীসহ ১৫ জনকে বহিস্কার করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিদ খাঁন বলেন, নকল দেয়ার অপরাধে ট্যাগ অফিসার এক ব্যক্তিকে আটক করে অফিসে রাখেন। তাকে নিয়ে আসার সময় এলাকাবাসী তার গাড়ির সামনে দাঁড়িয়ে হট্টগোল করেন। উপজেলায় এনে তাকে কারাদ- দেয়া হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com