প্রতিনিধি।।
শামসুন্নাহার। কুমিল্লার তিতাস উপজেলার ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। ৩৯বছর শিক্ষকতার পর বাড়ি ফিরলেন ফুলের গাড়িতে! বিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এই আয়োজন করেন। তাঁর কর্মজীবনের শেষ দিনটি রাঙাতে ২৪ আগস্ট বিদ্যালয় মিলনায়তনে সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সেলিম সরকার। সভাতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক হালিম সৈকত, আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের সহকারি শিক্ষক মোঃ শাহজাহান মুন্সি, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মোস্তফা , মোঃ হযরত আলী , আবদুল আউয়াল , মোঃ মাসুম বিল্লাহ, বাঘাইরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আবুল হোসেন, রেডিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক মোঃ সবুজ আহমেদ, মোঃ সাঈম আহমেদ ও ফ্রেন্ডস ক্লাবের সদস্য আবু মুছা জুয়েল প্রমুখ।
বিদায়ী বক্তব্যে রাখেন শামসুন্নাহার বলেন, ৩৯ বছর চাকুরি করেছি। সব সময় শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি উদ্বুদ্ধ করেছি। বাকী জীবন পরিবার-পরিজন নিয়ে যেন সুন্দরভাবে অতিবাহিত করতে পারি সেজন্য সবার কাছে দোয়া কামনা করছি। চাকরি জীবনের শেষ দিনে এমন সুন্দর আয়োজনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
শেষে সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা তাকে ফুলে সজ্জিত অটোরিকশা যোগে বাড়িতে পৌঁছে দেন। যা দেখতে জড়ো হন উৎসুক মানুষ।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com