প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৯, ২০২২, ১১:১৩ অপরাহ্ণ
৪২ টাকার ডিম ৫১ টাকা বিক্রি , সুপারসপকে জরিমানা
প্রতিনিধি।।
কুমিল্লায় ৪২ থেকে ৪৫ টাকার একহালি ডিম ৫১ টাকা বিক্রি করায় নগরীর বাদুরতলা এলাকার আমানা সুপারসপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম এ জরিমানা করেন।
তিনি বলেন, অযৌক্তিক ভাবে ৪২ থেকে ৪৫ টাকার একহালি ডিম ৫১ টাকা বিক্রি করায় নগরীর বাদুরতলা এলাকার আমানা সুপারসপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেশি দামে আলু বিক্রি করায় রানীর বাজার এলাকার চৌধুরী ট্রেডার্সকে এক হাজার টাকা এবং মুমিনের সবজির দোকানকে ৫শ টাকা জরিমানা করা হয়। মোট তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এসময় ওইসব এলাকার অন্যান্য সুপারসপ, ডিম ও মুরগির বাজারে তদারকি কার্যক্রম চালানো হয়। ব্যবসায়ীদের আমরা সতর্ক করেছি ভোক্তার অধিকার হরণের চেষ্টা করবেন না। অনিয়ম পেলেই ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com