প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোটের রেল দুর্ঘটনার ৪দিন পর স্বাভাবিক হয়েছে ঢাকা-চট্রগ্রামসহ চট্টগ্রামের সঙ্গে যুক্ত সকল রুট। দুর্ঘটনা কবলিত ৯টি বগি সরিয়ে দুই লাইনেই চালু হয়েছে ট্রেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) এসব তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় রেলওয়ে সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মোহাম্মদ জাহেদ আরেফিন পাটোয়ারী।
তিনি জানান, দুর্ঘটনার পর দীর্ঘ একটি উদ্ধার অভিযানের পর ডাউন লাইন ক্লিয়ার হয়। এক লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। অন্য একটি লাইনে কিছু বগি পড়ে থাকায় আমরা আর দুই লেনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারিনি। বৃহস্পতিবার বিকেলে আমরা দুইটি লেনে ট্রেন চলাচল স্বাভাবিক করেছি।
এর আগে, রবিবার (১৭ মার্চ) বেলা পৌনে দুইটার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় চট্টগ্রাম থেকে আসা জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনের অদূরে তেজেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com