প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৭:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২১, ৩:৫৮ অপরাহ্ণ
৫ বছরের মধ্যে ভালো ফল কুমিল্লা শিক্ষা বোর্ডে
আমোদ প্রতিনিধি।।
কুমিল্লা শিক্ষা বোর্ড এবার এস এস সি পরীক্ষার ফলাফলে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে। মোট পাশের হারের সাথে এবার বেড়েছে জিপিএ ৫ প্রাপ্ত সংখ্যাও । বৃহস্পতিবার প্রকাশিত কুমিল্লা শিক্ষা বোর্ডের এস এস সি ফলাফল দেখে এ তথ্য জানা গেছে। বোর্ডের এ অর্জনে খুশি বোর্ড সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীরা।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান জানান, ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গত পাঁচ বছরে এবার আমরা এস এস সি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছি।
২০১৭ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডে এস এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করে ১ লক্ষ ৮২ হাজার ৯৭৯ জন। এর মধ্যে পাশ করেছে ১ লক্ষ ৮ হাজার ১১১ জন। পাশের হার ৫৯.০৩ ভাগ।এ বছর জিপিএ ৫ অর্জন করেছে ৪ হাজার ৪৫০ জন।
২০১৮ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডে এস এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করে ১ লক্ষ ৮২ হাজার ৭১১ জন। এর মধ্যে পাশ করেছে ১ লক্ষ ৪৬ হাজার ৮৯৭ জন। পাশের হার ৮০.৪০ ভাগ। এ বছর জিপিএ ৫ অর্জন করেছে ৬ হাজার ৮৬৫ জন।
২০১৯ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডে এস এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করে ১ লক্ষ ৯৩ হাজার ২৯৭ জন। এর মধ্যে পাশ করেছে ১ লক্ষ ৬৮ হাজার ৪৮০ জন। পাশের হার ৮৭.১৬ ভাগ।এ বছর জিপিএ ৫ অর্জন করেছে ৮ হাজার ৭৬৪ জন।
২০২০ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডে এস এস সি পরীক্ষায় অংশ গ্রহন করে ১ লক্ষ ৫৯ হাজার ০৭০ জন। এর মধ্যে পাশ করেছে ১ লক্ষ ৩৫ হাজার ৫৬০ জন। পাশের হার ৮৫.২২ ভাগ।এ বছর জিপিএ ৫ অর্জন করেছে ১০ হাজার ২৪৫ জন।
২০২১ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডে এস এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করে ২ লক্ষ ১৯ হাজার ৭০৪ জন। এর মধ্যে পাশ করেছে ২ লক্ষ ১১ হাজার ৫০৩ জন। পাশের হার ৯৬.২৭ ভাগ।এ বছর জিপিএ ৫ অর্জন করেছে ১৪ হাজার ৬২৬ জন।
এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস সালাম জানান, বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীদের প্রচেষ্টা,অভিভাবকদের সহযোগিতা, শিক্ষকদের আন্তুরিকতা ও শিক্ষার্থীদের ভালো করার মনোভাবই এবার কুমিল্লা শিক্ষা বোর্ড ভাল ফলাফল অর্জন করতে সক্ষম
হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com