

মিলনায়তনে বসেছে আদালত- বিচারক শিক্ষক!
প্রতিনিধি।।
কুমিল্লায় ৬বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের মিলন মেলা বসেছে। বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির (বাইউস্ট) আইন বিভাগ মঙ্গলবার এই রিজিওনাল মুট কোর্ট বা ছায়া আদালত প্রতিযোগিতার আয়োজন করে। এতে ৩০০ জন শিক্ষার্থী অংশ নেন। বিশ^বিদ্যালয়ের মিলনায়তনে বসেছে ছায়া আদালত। বিচারক শিক্ষক,আইনজীবী শিক্ষার্থীরা।
সরেজমিন গিয়ে দেখা যায়, বাইউস্টের সবুজ ক্যাম্পাস শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর। বিশ^বিদ্যালয়ের একাধিক মিলানায়তনে বসেছে ছায়া আদালত। কোন বাড়তি কথা নেই। গম্ভীর পরিবেশে বাদী,আসামি,দুই পক্ষের আইনজীবী,আদালতের কর্মকর্তা সবাই আছেন। এসব চরিত্রে রয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। অনেকটা বিতর্ক প্রতিযোগিতার মতো। বেঁধে দেয়া সময়ে আইনজীবী আরজি পেশ করছেন। কোন আদালত বাংলাদেশের মতো। কোনটি ইউরোপের আদালতের মতো। বিচারকের আসনে শিক্ষকরা আইনজীবীকে বিভিন্ন বিষয়ে জানতে চাইছেন। আলোচনা হচ্ছে জাতীয়,আন্তজার্তিক তথা ফিলিস্তিনে ইসরাইলের হামলার আইনি ভিত্তি নিয়ে। জনতার কাতারে বসে অন্য শিক্ষার্থীরা তা মনোযোগ দিয়ে শুনছেন।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এ. এস. এম সায়েম আলী পাঠান, বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. রমা ইসলাম। সভাপতি ছিলেন আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো: নায়ীম আলীমুল হায়দার।
বাইউস্ট শিক্ষার্থী আরিফ বিল্লাহ মো. শাহেদ আনোয়ার,বুশরা জাহান মিম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন,আমরা ৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একসাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছি। এখানে অভিজ্ঞতা বিনিময় হয়েছে। আমাদের চিন্তার দুয়ার উন্মুক্ত হয়েছে।
বাইউস্ট প্রভাষক নাদিয়া ইসলাম নদী ও বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড.নাইম আলীমুল হায়দার বলেন, এই প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল আইনের শিক্ষার্থীদের মাঝে আইন সম্পর্কিত দক্ষতা যেমন যুক্তিতর্ক ও গবেষণার মাধ্যমে সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার চাওয়ার দক্ষতা বৃদ্ধি। বিচারিক আদালতের ব্যবহার বিধি সম্পর্কিত জ্ঞান ও সময়পোযোগী আইন চর্চা আইনের শিক্ষার্থীদের জন্য অপরিহার্য।
উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন বলেন,আমাদের বিশ্ববিদ্যালয়ে লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের হাতেখড়ি দিয়ে বড় করবো। পুঁথিগত বিদ্যার বাইরে এরকম মুট কোর্ট আয়োজন করে তাদের এগিয়ে নেবো।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com