হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি :
টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় দাউদকান্দি উপজেলার উত্তর হাসানপুর গ্রামের ৩৪ জন শিশুকে পুরস্কার দিলো ছাত্রশিবির দাউদকান্দি উপজেলা শাখা।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ, ২০২৫) দুপুর ২টায় উপজেলার উত্তর হাসানপুর বাইতুন নূর জামে মসজিদে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বাহেরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন— পৌরসভা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কমরেড রুবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাত্রশিবির কুমিল্লা পশ্চিম জেলার সেক্রেটারি শাকিল আদনান, সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আফিফ, হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনির হোসেন, জসীম উদ্দিন মাহবুব, ইঞ্জিনিয়ার আবু সাঈদ ও সাইজুদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মাওলানা আবুবকর সিদ্দিক।
এছাড়াও অনুষ্ঠানে আগত অতিথিদেরকে উপজেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com