প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ৯:০৪ অপরাহ্ণ
৬২টি স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা

মোহাম্মদ শরীফ।।
গোমতী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪নভেম্বর) সকালে কুমিল্লার চারটি উপজেলার ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬২টি স্কুলের দুই হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করে গোমতী কিন্ডার গার্টেন এসোসিয়েশন কর্তৃপক্ষ। সরেজমিন দেবিদ্বার উপজেলার মফিজ উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মুগসাইর এগার গ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্র, বড় শালঘর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ভাংগরা বাজার থানা উমালোচন উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মুরাদনগর উপজেলার শ্রীকাইল সরকারি কলেজ ঘুরে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে শিশু শিক্ষার্থীরা। কেন্দ্রের নিরাপত্তা ও নকলমুক্ত রাখতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। কেন্দ্র গুলো মনিটরিং করছেন এসোসিয়েশনের চেয়ারম্যান আর টি আবদুল হান্নান মাস্টারসহ অন্যান্য সদস্যরা। অভিভাবকরা জানিয়েছেন, মনোরম পরিবেশে শিশুরা পরীক্ষা দিয়েছে। সব কিছু গোছানো ও শান্ত পরিবেশ ছিল। সুন্দর আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তারা'।
গোমতী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান আর টি আবদুল হান্নান বলেন, 'এবছর ৬২টি স্কুল আমাদের সাথে যুক্ত আছে। দুই হাজারের অধিক শিক্ষার্থী সেখানে অংশ নিয়েছে৷ আমাদের সকল কেন্দ্র গুলো আমি ঘুরেছি। সেখানে দেখেছি খুবই সুশৃঙ্খল ভাবে পরীক্ষা গুলো অনুষ্ঠিত হয়েছে৷
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com