ক্ষমতার বিকেন্দ্রীকরণেই মুক্তি:
মনোয়ার হোসেন রতন।।
একটি রাষ্ট্রের প্রাণ কেন্দ্রীভূত নয়—বিকেন্দ্রীকৃত হয়। বাংলাদেশ তার উন্নয়নের যাত্রায় সেই মৌলিক সত্য থেকে বহু দূরে অবস্থান করছে। কেন্দ্রভিত্তিক রাষ্ট্রপরিচালনার ভারে যেমন ঢাকার মৃত্যু ঘটছে, তেমনি পেছনে পড়ে আছে বাংলাদেশের ৬৪টি সম্ভাবনাময় জেলা।
বাংলাদেশের রাজধানী ঢাকা আজ আর স্বপ্নের শহর নয়, বরং অতিরিক্ত চাপ ও অব্যবস্থাপনার বোঝা নিয়ে ধুঁকতে থাকা এক বিভীষিকাময় নগরী। শহরটির ওপর যে জনসংখ্যা, সেবা, পরিবেশ ও প্রশাসনিক চাপ—তা দিনকে দিন এ নগরীকে বসবাসের অযোগ্য করে তুলছে। যানজট, দূষণ, আবাসন সংকট, অপরিকল্পিত নগরায়ণ ও নাগরিক পরিসেবার অভাবে ঢাকা আজ নাগরিক জীবনের শত্রুতে পরিণত হয়েছে।
এ অবস্থার অবসান ঘটাতে হলে শুধুমাত্র রাজধানী স্থানান্তর নয়, চাই ব্যবস্থাগত রূপান্তর—যার মূল উপাদান হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ।
একটি রাষ্ট্র, ৮টি হৃদয়: বিভাগভিত্তিক বিকেন্দ্রীকরণঃ
বাংলাদেশের ৮টি বিভাগ—প্রতিটিই নিজস্ব বৈশিষ্ট্য ও শক্তির আধার। এই বিভাগ গুলোকে কেবল প্রশাসনিক কেন্দ্র নয়, বরং বিশেষায়িত উন্নয়নের স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে।
প্রতিটি বিভাগ যদি স্বনির্ভর ও উৎপাদনশীল ইউনিটে পরিণত হয়—তবে জাতীয় উন্নয়ন হবে আত্মনির্ভর, গভীর ও বিস্তৃত।
৬৪ জেলার ৬৪টি স্বপ্ন এবং সম্ভাবনার কথাঃ
প্রতিটি জেলা তার ভৌগোলিক, জনশক্তি, সম্পদ ও সংস্কৃতির ভিত্তিতে গড়ে উঠতে পারে একেকটি উদ্ভাবনী ও উন্নয়ন কেন্দ্র হিসেবে। নিচে কিছু বাস্তবভিত্তিক দৃষ্টান্ত তুলে ধরা হলো:
এভাবে প্রতিটি জেলার সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা গড়ে তুলতে পারি ৬৪টি শক্তিশালী উন্নয়ন কেন্দ্র—যা হবে একটি বাস্তবভিত্তিক বিকেন্দ্রীকরণের মডেল।
নতুন রাজধানী: একটি নতুন দর্শনের প্রতীকঃ
বিশ্বের বহু দেশ রাজধানী স্থানান্তরের সাহসী সিদ্ধান্ত নিয়ে বিকাশের নতুন দিগন্ত উন্মোচন করেছে। ব্রাজিলের ব্রাসিলিয়া, নাইজেরিয়ার আবুজা, ইন্দোনেশিয়ার নুসান্তারা এর দৃষ্টান্ত।
বাংলাদেশের জন্যও একটি পরিকল্পিত, সবুজ, পরিবেশবান্ধব ও কেন্দ্রস্থিত রাজধানী গড়ে তোলা আজ সময়ের দাবি। নতুন রাজধানীর গুণাবলী হওয়া উচিত—
এটি কেবল একটি নতুন নগরী হবে না—এটি হবে রাষ্ট্রের নতুন দর্শনের প্রতীক।
এখনই সময় সাহসী সিদ্ধান্তেরঃ
আমরা আর অপেক্ষা করতে পারি না। সময় এসেছে পুরনো কাঠামোর জীর্ণতাকে বিদায় জানিয়ে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলার। বিকেন্দ্রীকরণ কেবল রাজনৈতিক বা প্রশাসনিক চাহিদা নয়—এটি অস্তিত্বের সংগ্রাম, জাতীয় পুনর্জাগরণের চাবিকাঠি।
৬৪টি জেলা মানেই ৬৪টি হৃদস্পন্দন।
ঢাকার বাইরে যে বাংলাদেশ, তার মুক্তিই জাতির মুক্তি। একটি শহর নয়, চাই সমগ্র জাতির সমান অধিকার। ক্ষমতার বিকেন্দ্রীকরণ মানেই উন্নয়নের বিকেন্দ্রীভবন। এখনই সময় একটি নতুন ইতিহাস লেখার।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com