প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ৮:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ণ
‘ ৭২ এর সংবিধান সংস্কার করতে হবে’
জেএসডি'র আলোচনাসভায় বক্তারা
প্রতিবেদক।।
জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি কুমিল্লা জেলা শাখা আয়োজিত 'সংবিধান সংস্কার: জেএসডি 'র প্রস্তাবনা 'শীর্ষক কুমিল্লার সুশীল সমাজের সাথে আলোচনাসভায় বক্তারা বলেছেন, '৭২ এর ঔপনিবেশিক সংবিধান সংস্কার করতে হবে। ১৯৭২ সালে প্রণীত এ সংবিধানের বিরোধিতা ওই সময়ই জাসদ নেতৃবৃন্দ করেছিল। এ সংবিধান প্রণয়ন প্রাক্কালে কোনো সংবিধান সভা হয় নি।এটি একছত্র মালিকের সংবিধান। মানুষের যে ৫টি মৌলিক অধিকার রয়েছে তা এ সংবিধানে প্রতিফলিত হয় নি। শেখ মুজিবুর রহমান কোনো নির্বাচন ছাড়াই দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। অনির্বাচিত সরকার দ্বারা সংবিধান প্রণীত হতে পারে না। সংসদে তৃণমূল মানুষের অধিকার ও জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। শাসক পুলিশ নয় মানবিক পুলিশ সৃষ্টি করা প্রয়োজন। আইনের শাসন প্রতিষ্ঠিত করতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। শিক্ষা ও নির্বাচন কমিশনে সংস্কার করতে হবে। গতকাল কুমিল্লা নগরীর গর্জনখোলায় এ সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা জেএসডি'র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবীর মোহনের সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব।
বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ফারজানা হক রিপা, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ড. মোঃ শাহ সেলিম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক জিএস মহিউদ্দিন আহমেদ, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, সাংবাদিক ওমর ফারুকী তাপস, সিপিবি নেতা শেখ আবদুল মান্নান প্রমুখ।
বক্তারা আরো বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই জেএসডি দলীয় সমর্থন জানিয়েছে। জুলাই-আগস্টের অভ্যুত্থান থেকে রাজনৈতিক নেতাদের শিক্ষা নিতে হবে একদলীয় শাসন ব্যবস্থার পরিণতি কতটা খারাপ হতে পারে। সম্প্রতি বাংলাদেশে ইসকন যেভাবে উগ্র আচরণ করছে তা কাম্য নয়। ইসকনের উগ্রতাকে পুঁজি করে ভারত যে আচরণ করছে তা সম্পূর্ণ অযৌক্তিক। বৈষম্য বিরোধী আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com