৭৬ বছরে কুমিল্লায় প্রথম নারী সিভিল সার্জন

মহিউদ্দিন মোল্লা।।
৭৬ বছরে কুমিল্লায় প্রথম নারী সিভিল সার্জন হিসেবে যোগ দিয়েছেন ডা. নাছিমা আকতার। তিনি এই জেলায় ৩৫তম সিভিল সার্জন হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি নড়াইল জেলায় সিভিল সার্জনের দায়িত্ব পালন করেন। তার জন্ম চাঁদপুর জেলায়।
ডা. নাছিমা আকতার বলেন, সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি নারীর ক্ষমতায়নে বিশ্বাস করেন বলেই আমাকে এই সুযোগ দিয়েছেন। তিনি আরো বলেন, নারী পুরুষ আলাদাভাবে দেখিনা। সবাই মানুষ। আগে ছোট জেলায় কাজ করেছি। এবার বড় জেলায়। দায়িত্বও বেড়েছে। আশা করি সবার সহযোগিতায় জেলা স্বাস্থ্য বিভাগকে আরো গতিশীল করতে পারবো।
কুমিল্লার সাবেক সিভিল সার্জন ডা.মুজিবুর রহমান বলেন, ডা. নাছিমা আকতার আমার অধীনে কুমিল্লার তিনটি স্টেশনে কাজ করেছেন। তিনি সৎ,দক্ষ ও কর্মনিষ্ঠ। তার হাত ধরে কুমিল্লার স্বাস্থ্য বিভাগ আরো এগিয়ে যাবে বলে বিশ্বাস করি।