৭৮ দিনে কোরআন মুখস্থ করলো ৪ কিশোরী

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং
কুমিল্লার দেবিদ্বারে মাত্র ৭৮ দিনে পবিত্র কোরআন মুখস্ত করেছে জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার চার শিক্ষার্থী। ওই মাদ্রাসার শিক্ষক হাফেজা মাকসুদা আক্তারের তত্বাবধানে কোরআন মুখস্ত করে তারা।
চার শিক্ষার্থী হল জেলার দেবিদ্বার উপজেলা পৌর ফাতেহাবাদ গ্রামের আবু তাহেরের কন্যা হালিমা আক্তার (১২),হেতিমপুর গ্রামের লিটন মিয়ার কন্যা ইফরাত আক্তার (৯),জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের ইদন মিয়ার কন্যা ইসরাত জাহান স্বর্ণা (৯) ও জাহাঙ্গীর আলমের কন্যা সাদিয়া আক্তার (১১)।
মাদ্রাসার সূত্রে জানা যায়, বুধবার শিশুদের কোরআন মুখস্থ শেষ হয়। এ বছরের ২ অক্টোবর তারা কোরআন শেখা শুরু করে। ৭৮ দিনে কোরআন মুখস্থ করে তারা।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুফতি আবু বকর আল মাদানী বলেন, দুই বছর আগে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা করি। দেড় বছর আগে চার শিক্ষার্থী আমার মাদ্রাসায় ভর্তি হয়। আমাদের ৫ জন শিক্ষক ও ৫ জন শিক্ষিকার শ্রমের সুফল তারা।

inside post
আরো পড়ুন