আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের ৭৫ বছর পূর্তি উৎসব
প্রতিনিধি।।
কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মামনুন রহমান।
৭৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা, স্মতিচারণ, খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুস্কার বিতরণীসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৮০বছর বয়সের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন পিটিতে! অনেকে প্রবীণ শিক্ষকদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা ডা. আবু আইউব হামিদ, আয়োজক কমিটির উপদেষ্টা জেলা পিপি মোঃ কাইমুল হক রিংকু, মাসুক আলতাফ চৌধুরী,প্রদীপ কুমার রাহা ও জামিল আহমেদ খন্দকারসহ অন্যরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার মেরী লিওবার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য দেন।
প্রদীপ কুমার রাহা, জামিল আহমেদ খন্দকার ও ডা.আজম খান নোমান বলেন, মনে হলো আমরা শৈশবে ফিরে গেছি। স্কুলের বন্ধুদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। এই স্কুল থেকে আমরা আচরণ আদব শেখার চেষ্টা করেছি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com