প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৯:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২২, ১০:৫২ অপরাহ্ণ
বেশি দামে মাংস বিক্রি করায় জরিমানা
রমজানের প্রথম দিনে গরুর মাংসের দাম ৬৫০ টাকার স্থলে ৭০০ টাকায় বিক্রি করায় কুমিল্লা নগরীর একটি দোকানকে জরিমানা করা হয়েছে। রবিবার (২ এপ্রিল) নগরীর বাদশা মিয়ার বাজারের ভাই ভাই গোশত দোকানকে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম।
তিনি জানান, মাংস বাড়তি দামে বিক্রি করায় আমরা একটি দোকানকে দুই হাজার টাকা জরিমানা করেছি। এছাড়াও চিনির দাম বেশি এবং মূল্য তালিকা না থাকায় মেসার্স নূসরাত স্টোরকে দুই হাজার ও রুমা ট্রেডার্সকে চার হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com