প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৫:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২১, ৯:৪৭ অপরাহ্ণ
‘দুনিয়াতে না হলেও পরকালে তনু হত্যার বিচার হবে’
কলেজ প্রতিনিধি।।
"আমাদের ছাত্রী সোহাগী জাহান তনু। পাঁচ বছর পূর্বে তাকে ধর্ষণের করে হত্যা করা হয়েছে। খুবই কষ্ট লাগে খুনিরা এখনও সনাক্ত হয়নি। তনু হত্যার বিচার একদিন হবে। এ দুনিয়াতে না হলেও পরকালে বিচার হবে"। শনিবার (২০ মার্চ) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যক্ষ প্রফেসর মো. অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া।
এ সময় তনুর জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়। তার আত্মার শান্তি কামনায় দোয়া করেন শিক্ষকরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান। সাংবাদিক সমিতির উপদেষ্টা মুহাম্মদ চাঁদ মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুছ মিঞা, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরে আলম সিদ্দিকী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জুবাইদা নূর খান,প্রভাষক কাজী আপন তিবরানী, মো. গুলজার হাসান প্রমুখ।
তনুর মা আনোয়ারা বেগম বলেন, 'আমি আশাহত। আল্লাহ যদি বিচার করে, তাহলে বিচার পাবো। আমি অন্য কারো ওপর আস্থা রাখতে পারছি না।’
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তনুর লাশ পাওয়া যায়। দ্বিতীয় দফা ময়নাতদন্ত ও তনুর জামায় পাওয়া সিমেন নিয়ে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে ধারণা করে সিআইডি। হত্যার পরদিন অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন। পাঁচ বছরেও চিহ্নিত হয়নি তনুর খুনিরা। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী তনুকে ধর্ষণের পর হত্যার পাঁচ বছর পূর্ণ হয়েছে শনিবার।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com