চৌদ্দগ্রামে ধানের বীজতলা থেকে অজগর উদ্ধার

 

inside post

অফিস রিপোর্টার।।

কুমিল্লার চৌদ্দগ্রামের সীমান্তবর্তী লক্ষ্মীপুর গ্রাম একটি অজগর সাপ উদ্ধার করা হয়। সাপটি একটি ধানের বীজতলায় জালে আটকে পড়ে ।

লক্ষ্মীপুর গ্রামের যুবক তানজীদ হোসেন রিমন জানান, একটা অজগর সাপ জালে পেচিয়ে ছিলো । জাল কেটে অজগরটারে বাড়িত নিয়ে আসি। পরে বস্তায় রাখছি। বনবিভাগ ও থানায় জানিয়েছি।

স্থানীয়রা জানান, সাপটি লম্বায় ১৫ ফুট ওজন প্রায় ১৫ কেজি।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, আমরা খবর পেয়েছি। এ বিষয়ে বন বিভাগের সাথে যোগাযোগ করেছি।

কুমিল্লা বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী বন ও টিলা রয়েছে। আমরা ধারণা করছি খাবারের খোঁজে হয়তো সমতল ভূমিতে চলে আসছে।
বনবিভাগের লোকজন ঘটনাস্থলে যাচ্ছে। সাপটিকে নিয়ে আসার জন্য বলেছি। পরে সাপটিকে একটি বনে নিয়ে অবমুক্ত করবো।

আরো পড়ুন