ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় ভ্যানচালক নিহত
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসচাপায় ভ্যানচালক উজ্জল মিয়ার (২৪) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে শহর বাইপাস সড়কের পীরবাড়ি বাসস্ট্যাণ্ড এলাকায় ঘটে এই দুর্ঘটনা। নিহত উজ্জল মিয়া জেলার আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নের তারুয়া গ্রামের হাছান মিয়ার পুত্র।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস আশুগঞ্জ থেকে জেলা সদরের দিকে যাচ্ছিলো। শহর বাইপাস সড়কের পীরবাড়ি বাসস্ট্যাণ্ড এলাকায় বেপরোয়া গতির ওই যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে চলতে গিয়ে একটি রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক উজ্জ্বল মিয়া মারা যায়। এসময় উত্তেজিত স্থানীয় জনতা রাস্তায় ব্যারিকেড দিয়ে ঘাতক বাসটির চালক কবির মিয়াকে আটক করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এসময় স্থানীয় জনতা আটককৃত বাসচালক কবির মিয়াকে পুলিশে সোপর্দ করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক বাস ও চালক কবির মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’