সয়াবিন তেল নিয়ে কারসাজি লাখ টাকা জরিমানা
মুদ্রিত দামের চেয়ে বেশী দামে বিক্রিসহ দামের হেরফেরের ঘটনায় অভিযুক্ত এক ডিলার ও তিন পাইকারী দোকানীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত কুমিল্লা জেলার লাকসাম পৌরসভার বাজারে অভিযান এ পরিচালনা করা হয়। অভিযানে পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা এর সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম।
তিনি জানান, লাকসাম উপজেলার রূপচাঁদা সয়াবিন তেলের ডিলার শ্যামল সাহা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে দোকানীদের তেল সরবরাহ করতেন বলে প্রমাণ পেয়েছি।
তাই তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া মূল্য তালিকায় ও বিক্রির দামে ভিন্নতাসহ বিভিন্ন অনিয়মের জন্য পৌরসভার বাজারের মেসার্স আলী ট্রেডার্সকে ২০ হাজার, মেসার্স আল মদিনা ট্রেডার্সকে ২০ হাজার ও হৃদয় স্টোর কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা তেলের দর নিয়ে যারা কারসাজি করছে তাদের বিরুদ্ধে এমন অভিযান অব্যহত থাকবে।