ছয়দিন পর সচল আখাউড়া স্থলবন্দর
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
পবিত্র ঈদ-উল-আযহার ছুটি শেষে সচল হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর। শনিবার (১৬ জুলাই) সকাল থেকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়। এতে কর্মমূখর আর প্রাণ চাঞ্চল্যতা ফিরেছে শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের মাঝে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত ৯ জুলাই শনিবার থেকে ১৪ জুলাই পর্যন্ত টানা ছয়দিন স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়েছিল। তবে ১৫ জুলাই শুক্রবার, সরকারি ছুটি হওয়ায় আরো একদিন বেড়ে যায়। ফলে ১৬ জুলাই শনিবার থেকে ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়।
তবে ঈদের ছুটিতে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার আগের মতোই স্বাভাবিক ছিলো।